রোযা অবস্থায় যদি শরীরের কোন অঙ্গ থেকে রক্ত বের হয় কিংবা সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করা হলে কি রোযা ভঙ্গ হবে?
প্রশ্নকারী: সালমান খান
নবীগঞ্জ, হবিগঞ্জ
জবাব: রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা ভঙ্গ হয় না। তদ্রুপ সিরিঞ্জ দ্বারা বের করা হলেও রোযা নষ্ট হয় না। তবে বিশেষ ওযর ছাড়া শরীর থেকে ইচ্ছাকৃত এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, যার কারণে ওই দিন রোযা পূর্ণ করার শক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা হয়। (সহীহ বুখারী, হাদীস ১৯৩৬, ১৯৪০; আল বাহরুর রাইক: ২য় খণ্ড, পৃষ্ঠা ২৭৩; আল হিদায়াহ: ১ম খণ্ড, পৃষ্ঠা ২০০; ফিকহুন নাওয়াযিল: ২য় খণ্ড, পৃষ্ঠা ৩০০; মাজমাউল আনহুর: ১ম খণ্ড, পৃষ্ঠা ৩৬০)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র