রোযা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে? এতে কি রোযা নষ্ট হয়ে যাবে?
প্রশ্নকারী: কামরুল হাসান
লালাবাজার, সিলেট
জবাব: রোযা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরূহ। পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোযা নষ্ট হয়ে যাবে। তাই রোযা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা উচিত নয়। ব্রাশ করতে হলে সাহরীর সময় শেষ হওয়ার আগেই করে নিতে হবে। (ফাতাওয়া আলমগীরী: ১ম খণ্ড, পৃষ্ঠা ১৯৯; খুলাসাতুল ফাতাওয়া: ১ম খণ্ড, পৃষ্ঠা ২৬৬, ইমদাদুল ফাতাওয়া: ২য় খণ্ড, পৃষ্ঠা ১৪১; জাওয়াহিরুল ফিকহ: ৩য় খণ্ড)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র