Logo
মোবাইল অ্যাপসের মাধ্যমে কুরআন শরীফ তিলাওয়াতের হুকুম
Reporter Name
  • ১ সেপ্টেম্বর, ২০২১

প্রশ্ন: মোবাইল অ্যাপসের মাধ্যমে কুরআন শরীফ তিলাওয়াতের হুকুম কি?

হাবিবুর রহমান
ভাটেরা, কুলাউড়া, মৌলভীবাজার

জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার

জবাব: মোবাইল ফোন তথা স্মার্ট ফোনের অ্যাপসের মাধ্যমে কুরআন শরীফ তিলাওয়াত করা জায়িয। এতে সাওয়াব পাওয়া যাবে। আর ফোনের স্ক্রীনে কুরআন শরীফের অ্যাপস খোলা থাকা অবস্থায় বিনা উযূতে উক্ত স্ক্রীনে হাত লাগানো অনুচিত। যেহেতু তা আদব ও সতর্কতা পরিপন্থি। স্ক্রীন ব্যতীত ডিভাইসের অন্য স্থানে হাত লাগানো জায়িয। অনুরূপ এমন পুরুষ কিংবা নারী যার উপর গোসল ফরয, কিংবা কোনো নারীর হায়িয বা নিফাসকালীন সময়ে কুরআন শরীফের অ্যাপস ওপেন করা কিংবা অ্যাপস ওপেন অবস্থায় উক্ত ডিভাইস স্পর্শ করা অনুচিত। কোন ডিভাইসে আ্যাপস ইনস্টল রয়েছে কিন্তু ওপেন নয় এমতাবস্থায় উক্ত ডিভাইস উযূবিহীন কেউ স্পর্শ করতে কিংবা সাথে রাখতে কোন অসুবিধা নেই। যাদের উপর গোসল ফরয কিংবা হায়িয বা নিফাসকালীন সময়ে কোন নারী সঙ্গে রাখা উক্ত ডিভাইস (অ্যাপস ওপেন নয় এমতাবস্থায়) ব্যবহার করা জায়িয।

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...