প্রশ্ন: ব্যাংকে ডিপোজিট টাকার লাভ থেকে কুরবানী দেয়া যাবে কি?
মোছা: সুরাইয়া ইসলাম (ফাহিজা)
লালাবাজার, বিশ্বনাথ, সিলেট
জবাব দিচ্ছেন-
মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, আমেরিকা।
জবাব-: ব্যাংকের ডিপোজিট টাকার লাভ যদি শরীয়াহ ভিত্তিক হালাল হয় তবে তা দিয়ে কুরবানী আদায় জায়িয। আর সেটা শরীআতে হারাম হলে তা দিয়ে কুরবানী আদায় জায়িয নয়।
উল্লেখ্য যে, বর্তমানে প্রচলিত ব্যাংকসমূহে সিংহভাগই শরীয়াভিত্তিক পরিচালিত হয় না। কোনো কোনো ব্যাংক ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকিং এর দাবি করলেও তা কার্যত কতটুকু শরীআত অনুসরণ করে তা সুস্পষ্ট নয়।