Logo
বিবাহের প্রচলিত হারাম, বিদআত ও কুসংস্কার
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ মে, ২০২১

বর্তমান সমাজে  বিবাহ শাদীর মধ্যে প্রচলিত হারাম, বিদআত ও কুসংস্কার কাজগুলো কী কী? জানতে চাই।

প্রশ্নকারী:  জাহেদ আহমদ 
নিতেশ্বর, গিয়াসনগর, মৌলভীবাজার

জবাব: বিবাহ শাদীর প্রচলিত অনুষ্ঠান বা আয়োজনে যে সকল হারাম সংগঠিত হয় তন্মধ্যে পাত্রী দেখার ক্ষেত্রে বেগানা পুরুষকে পাত্রী দেখানো, বেপর্দা ও বেহায়ামী, নাচ-গান ও বাদ্যযন্ত্রের ব্যবহার, বিবাহে যৌতুক চাওয়া, পাত্র ও পাত্রীর পক্ষদ্বয়কে প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে বাধ্য করা ইত্যাদি উল্লেখযোগ্য।

আর বিদআত বা বদ রসুমাতের আওতাভুক্ত বহু বিষয়াদি রয়েছে। যথা- গায়ে হলুদ, ব্যয়বহুল গেইট বা তোরণ নির্মাণ, গেইটে প্রবেশকালে বরকে আটকিয়ে টাকা প্রদানে বাধ্য করা, বর-কনের সালাম গ্রহণের বিনিময়ে সালামী প্রদান, বেগানা নারী পুরুষ আত্মীয়গণকে কদমবুচি করানো, শ্যালক-শ্যালিকা কর্তৃক অতিরিক্ত হাসি-তামাশা ইত্যাদি। এছাড়া বিবাহ পরবর্তী বাধ্যতামূলক কনে পক্ষকে ইফতার প্রেরণ, মৌসুমী ফল পাঠানো, বিশেষ বিশেষ সময়ে পিঠা-সন্দেশ প্রদানের আবশ্যকীয় নীতি সবই কুসংস্কার এবং পরিত্যাজ্য। এগুলো ছাড়াও আরো অনেক শরীআত পরিপন্থি বিষয়াবলি এলাকা বিশেষে প্রচলিত রয়েছে সেগুলো সম্পর্কে নিকটস্থ বিশ্বস্ত ও বিজ্ঞ আলিমগণের নিকট থেকে জেনে নেওয়া এবং সেগুলো থেকে বেঁচে থাকা ঈমান ও তাকওয়ার পরিচায়ক। (ইসলাহুর রুসূম)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...