রামাদান মাসে রোযা অবস্থায় অসুস্থতার কারণে কোনো ব্যক্তির বমি হলে রোযা ভঙ্গ হবে?
প্রশ্নকারী: ফারুক উদ্দীন
দক্ষিণভাগ, বড়লেখা, মৌলভীবাজার
জবাব: বমি হলে রোযা ভঙ্গ হয় না। কেননা রোযা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে (যদি তা বেশিও হয়) রোযা ভাঙ্গে না। অবশ্য কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে তা কাজা করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাজা করে নেয়। (তিরমিযী, হাদীস ৭২০; আল মুহিতুল বুরহানি: ৩য় খণ্ড, পৃষ্ঠা ৩২৬)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র