প্রশ্ন: এক ব্যক্তি ফজরের নামায প্রতিদিন সূর্যোদয় হবার দুই ঘণ্টা পরে পড়তে অভ্যস্ত। এতে কি তার নামায হবে? বিনা ওযরে নামায বিলম্বিত করার কারণে তার কোনো গুনাহ হবে কি?
সালাহ উদ্দীন
ভুকশিমইল, কুলাউড়া, মৌলভীবাজার
জবাব দিচ্ছেন-
মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, আমেরিকা।
জবাব: যেকোনো ফরয নামায তার নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ফরয। বিনা ওযরে ফরয নামায ছেড়ে দেওয়া কিংবা সময়ের মধ্যে আদায় না করা কবীরা গুনাহ। আর ফজরের নির্দিষ্ট সময় হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত। তাই কেউ সর্বদা সূর্যোদয়ের পর ফজরের নামায পড়তে অভ্যস্ত হয়ে থাকলে প্রথমত তার পূর্বে কৃত কবীরা গুনাহের জন্যে তাওবা করা উচিত। আর যেহেতু অসময়ে হলেও কাযা হিসেবে সে নামাযগুলো পড়েছে, তাই পূণর্বার কাযা করার প্রয়োজন নেই। তবে পরবর্তীতে তাকে এ বদভ্যাস পরিহার করত যথাসময়ে নামায আদায়ের অভ্যাস করে নেয়া আবশ্যক।