Logo
থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামায আদায় অনুচিত
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বর্তমানে মুসলমান ছেলেদের অনেকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরিধান করতে অভ্যস্ত এমনকি এগুলো পরিধান করে তাদের কেউ কেউ নামায পড়তেও দ্বিধাবোধ করে না। উল্লেখ্য যে, প্যান্টগুলো এমন যেগুলো পরিধান করলে কোনোমতে হাঁটু ঢেকে যায়। এগুলো পরিধান করে নামায আদায়ের বিধান কি?

প্রশ্নকারী: হাফিয মো. নজরুল ইসলাম 
কুইন্স, নিউইয়র্ক, আমেরিকা

জবাব: প্রশ্নে উল্লেখিত থ্রী কোয়ার্টার প্যান্ট পরিধান বিজাতীয় অনুসরণ-অনুকরণের অন্তর্ভুক্ত হওয়াতে এমন প্যান্ট মুসলমানের জন্যে নামায কিংবা নামাযের বাইরে সর্বাবস্থায় পরিধান বর্জনীয়। নামাযে পুরুষের ক্ষেত্রে নাভী থেকে নিয়ে উভয় হাঁটু পর্যন্ত ঢেকে যায় এমন পোষাকে নামায আদায় শুদ্ধ হবে, পুনর্বার পড়তে হবে না। আর এমন পোষাকে নামায আদায় করা মাকরূহ যা পরিধান করে বন্ধু-বান্ধব কিংবা সাধারণ লোকের সম্মুখে যাওয়া লজ্জাজনক মনে করা হয়। সুতরাং বর্ণিত থ্রি কোয়াটার প্যান্ট পরিধান করে নামায আদায় মাকরূহ হবে। উল্লেখ্য যে, যার নিকট এমন পোষাক ছাড়া অন্য পোষাক নেই তার কথা ভিন্ন। সর্বাবস্থায় নামায আদায়ে সুন্দর ও সুন্নাহসম্মত পোষাক পরিধান করে নামায আদায় করা উচিত। পবিত্র কুরআন মাজীদে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ (الاعراف
-‘হে বনী আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও’ (সূরা আরাফ; ৩১, তাফসীরে মায়ারিফুল কুরআন দ্রষ্টব্য)

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...