কদমবুচি করার সময় ইচ্ছায়-অনিচ্ছায় মাথা সামান্য নিচু হলে কি শিরক হবে?
প্রশ্নকারী: জুলহাস আহমদ চৌধুরী
জবাব: অবশ্যই না। যেহেতু যাকে কদমবুচি করা হয় তাকে উপাস্য মনে করে এরূপ করা হয় না। উক্ত সামান্য পরিমাণে মাথা নিচু হওয়াটা কেবল কদমবুচির সুবিধার্থে হয়ে থাকে। আর কদমবুচি শরীআতসম্মত বৈধ আমল হিসেবে বহু হাদীস দ্বারা সাব্যস্ত। তাই উক্ত ঈষৎ মাথা নিচু হওয়া রুকু কিংবা সিজদার সাথে বাহ্যিক বা উদ্দেশ্যগত কোনো প্রকারের সাদৃশ্যতা রাখে না। অবশ্য ইবাদতের নিয়তে তথা কাউকে উপাস্য মনে করে রুকু কিংবা সিজদা করলে তা শিরক হিসেবে পরিগণিত।
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র