একাধিক মায়্যিত/মায়্যিতার জানাযা একসঙ্গে একবারে আদায় করা যাবে কি?
প্রশ্নকারী: আব্দুল হাই মাসুম
জবাব: একাধিক মায়্যিত/মায়্যিতার জানাযার নামাজ একই সঙ্গে একবারে আদায় করার ক্ষেত্রে শরীআতে কোনো বাঁধা নেই। তাই ফুকাহায়ে কিরামের সকলেই তা জায়িয হওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। তবে আলাদা আলাদা পড়া উত্তম। আলাদা করে পড়লে উত্তম হওয়ার দৃষ্টিকোণে যিনি অগ্রাধিকার পাবেন তার জানাযা আগে অত:পর যিনি তার কাছাকাছি মর্যাদার তার জানাযা এবং মর্যাদার দিক থেকে যিনি সবার চেয়ে নিম্ন স্তরের সবার শেষে তার জানাযা আদায় করা হবে। আর একত্রে আদায় করলে ইমামের সবচেয়ে কাছে ঐ মৃতের লাশ রাখা হবে যিনি সর্বোত্তম অতঃপর তার কাছে রাখা হবে যিনি তার পরের। এভাবে কিবলার দিকে সারিবদ্ধ করে সবগুলো লাশ পাশাপাশি অবস্থানে রাখা বাঞ্চনীয় হবে। আর চাইলে কাতারবদ্ধ করেও রাখা যাবে, যেমন: পুরুষদের লাশ একটি কাতারে আর নারীদের লাশ অন্য কাতারে।
(তথ্যসূত্র : আল মাবসূত: ২/৬৫, রদ্দুল মুহতার: ২/২১৮, দুররুল মুখতার: ১/১২০, মারাকিল ফালাহ: ১/২২০, নুরুল ইজাহ: ১/১১৮, তাহতাবী: ১/৫৯২, তুহফাতুল ফুকাহা: ১/২৫০)
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র