আযানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করার বিধান কি?
প্রশ্নকারী: হৃদয় অনিক তালুকদার
জবাব: আযানে মুআযযিন ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলার সাথে সাথে শ্রবণকারী এর জবাবে উক্ত বাক্য বলবে এবং তৎসঙ্গে প্রথমবারে ‘সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ ও দ্বিতীয়বারে ‘কুররাতু আইনী বিকা ইয়া রাসূলাল্লাহ’ বলে বৃদ্ধাঙ্গলিদ্বয়ের নখদ্বয় চুম্বন করে উভয় চোখে মাসেহ করবে। ইহা মুস্তাহাব। (রদ্দুল মুহতার: ১ম খণ্ড/ পৃষ্ঠা ৩৯৮)