Logo
রেমিটেন্সের টাকা উত্তোলনে প্রণোদনা গ্রহণ বৈধ কিনা?
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বর্তমানে বাইরের দেশ থেকে কেউ বাংলাদেশে টাকা পাঠালে টাকা উঠানোর সময় ২% করে বর্ধিত হারে ব্যাংক থেকে টাকা দেওয়া হয়। এটি হালাল নাকি সুদ? জানতে চাই।

প্রশ্নকারী: শেখ মো: সাইফুল ইসলাম সিদ্দিকী
যুগ্ন সাধারণ সম্পাদক, আনজুমানে আল ইসলাহ, বাহরাইন

জবাব: প্রবাসীগণ বাংলাদেশের বাইরের দেশ থেকে যে টাকা পাঠান ঐ টাকা উঠানোর সময় এর উপর যে ২% বর্ধিত টাকা ব্যাংক থেকে দেওয়া হয় তা সরকারের পক্ষ থেকে প্রণোদনা। বাংলাদেশ সরকার রেমিটেন্সের মাধ্যমে দেশের আর্থিক অবস্থাকে আরো গতিশীল করার জন্য প্রবাসীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রণোদনা হিসেবে রাজস্ব খাত থেকে এ অর্থ প্রদান করে থাকে। তাই তা সুদ নয় বরং পুরস্কারতুল্য দান, যা হালাল।

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার 

মিশিগান, যুক্তরাষ্ট্র

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

ফেইসবুকে আমরা...