নববধুর সঙ্গে সেবিকা হিসেবে কোনো আত্মীয়/অনাত্মীয় মহিলা পাঠানোর হুকুম কি?
প্রশ্নকারী:আব্দুল আলীম
জবাব: নববধুর সঙ্গে কোনো কোনো এলাকায় আত্মীয় বা অনাত্মীয় মহিলা বা কিশোরী পাঠানো হয়। প্রাথমিক অবস্থায় নববধুরা অধিক লজ্জাশীল থাকার কারণে নতুন অবস্থানে নিজের প্রয়োজন সারতে কোনো ক্ষেত্রে অসুবিধা বোধ করে থাকেন। তাই সহজভাবে নিজের আবশ্যক বিষয়াবলি সমাধানের ক্ষেত্রে সাহায্য সহায়তা করার নিমিত্তে তার সাথে পিত্রালয় থেকে এ রকম কাউকে পাঠানো হয়ে থাকে। শরীআতের দৃষ্টিতে এটি কোনো আবশ্যকীয় বিষয় নয়। প্রয়োজনের প্রেক্ষিতে এটা জায়িয।
জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র